|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ইইউ ওষুধ নীতিনির্ধারক সংস্থায় সাইবার হামলায় তথ্য ফাঁসের অভিযোগ -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২০
সাইবার হামলায় তথ্য ফাঁসের খবর নিশ্চিত করেছে ইউরোপের ওষুধ নীতিনির্ধারক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, তৃতীয় পক্ষের সীমিত সংখ্যক নথিতে অবৈধ অনুপ্রবেশ হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছে ইএমএ।
গত বুধবার সাইবার হামলার বিষয়টি প্রকাশ করলেও বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইএমএ। তবে, ফাইজার এবং বায়োএনটেক দাবি করেছিলো, কোভিড-১৯ টিকার উন্নয়ন বিষয়ে প্রতিষ্ঠানের নথিতে “অবৈধ অনুপ্রবেশ” ঘটেছে।
ফাইজার এবং বায়োএনটেক ধারণা করছে, ট্রায়ালে অংশগ্রহণকারীর কোনো ব্যক্তিগত ডেটা এখন পর্যন্ত খোয়া যায়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.