|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আবারো জার্মানিতে লকডাউন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২০
করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড করায় লকডাউনের ঘোষণা দিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। বুধবার থেকে নিত্য প্রয়োজনীয় দোকানগুলো ছাড়া সবকিছু বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। অ্যাঞ্জেলা মার্কেল বলেন, সামাজিক সংযোগ বেড়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম দায়ী বড়দিনের কেনাকাটা। নতুন এ লকডাউন আগামী ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারী পর্যন্ত চলবে। জার্মানির ১৬টি অঙ্গরাজ্যের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি। এর আগে দেশটিতে নভেম্বর থেকেই রেস্তোরা, বার ও অবকাশ কেন্দ্রগুলো বন্ধ ছিল। এছাড়া কিছু অঞ্চলের কর্তৃপক্ষ নিজেরাই লকডাউন আরোপ করেছে। নতুন আরোপিত জাতীয় লকডাউনের আওতায় নিত্য প্রয়োজনীয় দ্র্যব্যের প্রতিষ্ঠান যেমন খাবারের দোকান, ব্যাংক খোলা থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.