সাইফুদ্দিন সালেহী, স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার 1 নং আমখোলা ইউনিয়ন এর আওতাধীন তাফাল বাড়িয়া (সেরুখা'র বাজার) ও কালাইকিশোরের মধ্য যাতায়াতের জন্য এই ব্রিজ (পোল) ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সেরুখা বাজারে একটি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম তাফাল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন মাদ্রাসায় এই ব্রিজ দিয়ে শত-শত ছাত্র-ছাত্রী প্রতি নিয়ত যাতায়াত করে। কোমল মতি এই সব ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকরা খুব কষ্ট করে এই ভাঙ্গা ব্রিজ পার হয়, যা খুবই বিপদজনক। এখানে কোনো ধরনের দূর্ঘটনা হলে কে তার দায়ভার নিবে ?
গলাচিপা মানব কল্যাণ সংস্থার সহ সভাপতি মোঃ নইমুল ইসলাম সহ তাফালবাড়িয়া ও কালাই কিশোর এর সর্বস্তরের জনগণের দাবি অচিরেই এখানে একটা নতুন ঢালাই ব্রিজ স্থাপন করা হোক। পটুয়াখালী-৩ আসনের মাননীয় এমপি এস এম শাহজাদা মহোদয়ের কাছে প্রার্থনা, গলাচিপা উপজেলার 1 নং আমখোলা ইউনিয়ন এর এই কালাইকিশোর ও তাফাল বাড়িয়ার মধ্যে একটা ঢালাই ব্রিজ স্থাপন করে সর্বস্তরের জনগণের দুঃখ দুর্দশা দূর করবেন।
কালাই কিশোর ও তাফালবাড়িয়া এলাকাবাসীর সময়ের দাবি, আশা করি মাননীয় এমপি মহোদয় আমাদের দাবি রাখবেন