|| ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২০
কচুয়ায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভর সভাপ্রধানে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালীনি কর্মকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব উল আলম, শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়া রসুল, সমাজসেবা কর্মকর্তা আক্তার উদ্দিন প্রধান, তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা মো. মোশারফ হোসেন, একাডেমিক সুপার ভাইজার মো. সোহেল রানা প্রমুখ।
পরে সমাজে নারী উন্নয়নে অসামান্য অবদান রাখায় চামেলী আক্তার, অনিমা রাণী সরকার, মোসা. জেবুন্নাহার, মোসা. বেবী আক্তার ও মিসেস শিরিনা খানমকে জয়ীতার শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.