|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী আলোচনা সভায় তথ্য মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২০
৬ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে গণতন্ত্রের মানষপুত্র, উপ মহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ,জাতির পিতা বংগবনধু শেখ মুজিবর রহমানের রাজনৈতিক পিতা হিসাবে পরিচিত ও আওয়ামী লীগের মুল প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি।
আলোচনায় অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদ সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, আওয়ামী যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, প্রজন্ম লীগের রোকন উদ্দিন পাঠান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমিরন চন্দ্র, জয়দেব রায় প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.