|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে ৫ জয়ীতা পেলেন বেগম রোকেয়া সম্মাননা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২০
বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জন জয়ীতা পেলেন বেগম রোকেয়া সম্মনা ।
হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলার ৫ জন জয়ীতাকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। অনুষ্ঠানে টেলিকনফেরান্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -৫ হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা কমিশনার( ভুমি) কানিজ ফাতেমা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান, একটি বাড়ি একটি খামারের কর্মকর্তা শিউলী আক্তার তথ্যসেবা কর্তাকর্তা মরিয়ম আক্তার, জয়ীতা খাদিজা বেগম, ডা: মাহবুবা সুলতানা। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার। পরিচালনা শ্রাবণী দাস।
এ দিবসে সফল জননী হিসেবে সাজেদা বেগম, সফল অর্থনৈতিক মিঠু রানী বনিক, শিক্ষা ও চাকুরিতে ডা: মাহবুবা সুলতানা, সমাজ উন্নায়নে খাদিজা আক্তার, নির্যাতনে বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্ধোমে জীবন শুরু করায় নন্দিতা দাসকে বেগম রোকেয়া সম্মননা প্রধান করা হয।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.