|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
সৌমিত্রের ভূমিকায় যিশু, সুচিত্রার চরিত্রে পাওলি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২০
ভারতের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে টালিউডের আরেক জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে।
পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘অভিযান’ ছবিতে তরুণ বয়সী সৌমিত্রের চরিত্রে দেখা যাবে যিশুকে। ছবিটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে নির্মিত। অভিনেতা যিশু টাইমস অব ইন্ডিয়াকে বলেন, 'এই ছবিতে আমার অন্য একটি চরিত্রে কাজ করার কথা ছিল।
একদিন সৌমিত্র জেঠু আমাকে ফোন করে বললেন, ‘তুমি তো এই কাজ করছ তাই না-’ যিশু ছাড়াও এই ছবিতে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করছেন টালিউডের আলোচিত অভিনেত্রী পাওলি দাম। পরিচালক সত্যজিৎ রায়ের ভূমিকায় পরিচালক কৌশিক মুখার্জি, মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে সোহিনী সরকার আছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.