|| ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই রমজান, ১৪৪৬ হিজরি
সিরাজদিখানে বিজয় মাস উপলক্ষে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২০
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে সিরাজদিখানে শীতকালীন জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৮ টায় উদ্বোধন ঘোষণা করেন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডা. মো. সাব্বির হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের উপদেষ্টা কে.এন. ইসলাম বাবুল। উপজেলার মালখানগরে প্রতি বছরের ন্যায় এবারও জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে আজা সংগঠন।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক বিপ্লব হোসেনের সভাপতিত্বে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান, ক্রীড়া ব্যাক্তিত্ব নিমাই দাস, সমাজ সেবক মনির হোসেন, মালপদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল আমিন, সার্ভেয়ার আলী আহমেদ চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী খেলায় ৪ টি দল অংশ গ্রহণ করে। প্রথম খেলায় তালতলা সুর্যসেনা দলকে ২-০ পয়েন্টে হারিয়ে বাহেরকুঁচি দল বিজয়ী হয় এবং দ্বিতীয় খেলায় ২-১ পয়েন্টে মালখানগর ইয়াংস্টার দলকে হারিয়ে কাঁঠালতলী দল বিজয়ী হয়।
এ টুর্নামেন্টে উপজেলার ১৬ টি দল অংশ গ্রহণ করেছে । ডি-সাইড পদ্বতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলোয়ারদের বয়স সীমা সর্বোচ্চ ২০ বছর। #
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.