|| ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই রমজান, ১৪৪৬ হিজরি
বন্দরের কলাগাছিয়ায় উপ-নির্বাচনের ভোট আগামীকাল -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২০
নারায়নগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত সদস্য পদের উপ-নির্বাচন ভোট গ্রহন (বৃহস্পতিবার)। ১০ ডিসেম্বরে সকাল ৯টা থেকে শুরু করে ৬টি কেন্দ্রে ভোট গ্রহন চলবে একটানা বিকেল ৫ টা পযন্ত । উপনির্বাচনে এবার প্রার্থীতা করেছেন ২ জন। যার মধ্যে মাহমুদা আক্তার পান্না লড়ছেন "বই"প্রতিক নিয়ে এবং মায়া আক্তার শিখা লড়ছেন "বক" প্রতিকে। ইতিমধ্যেই ৮ই ডিসেম্বর মধ্য রাতে থেকে কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়েছে প্রার্থীদের ঢিলেঢালা প্রচার-প্রচারণা। স্বল্প মেয়াদের এই আসনে জয়ী হতে আত্মবিশ্বাসী উভয় প্রার্থী।
এদিকে ভোটকে কেন্দ্র করে যে কোন বিশৃঙ্খলা এড়াতে উপজেলা প্রশাসন রয়েছে কড়া নজদারি। মোতায়েন করা হয়েছে বিপুল পরিমানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য৷
উল্লেখ্য কলাগাছিয়া ইউনিয়নের এই ৩ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫শ১৫ জন। যার মধ্যে ৬ হাজার ৮শ৪০ জন পুরুষ ও ৬হাজার ৬শ ৭৫জন নারী ভোটার।
প্রসঙ্গত, বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আক্তার পলি(৪২) চলতি বছরের ২২শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এই পদটি শুন্য হয়ে যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.