|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় রোকেয়া দিবস উপলক্ষে ৫ জয়িতাকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২০
ছাগলনাইয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করা হয়। বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী'র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা জাসদ সভাপতি আবদুল হাই মেম্বার, ফেনী জেলা কল্যান সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শেখ কামাল, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী ও সাংবাদিক আউয়াল চৌধুরী।
অনুষ্ঠান শেষে ৫ জয়িতাদের মাঝে তারা হলো অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী উম্মে হালিমা ঝিনুক, সফল জননী রাজলক্ষি মজুমদার, সমাজ উন্নয়নে আসমাউল হুসনা, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জন পারুল আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে পেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা নারী হাসিনা বেগমকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন আগত অতিথিবৃন্দ। এইসময় আরো উপস্থিত ছিল কর্মজীবি নারী, সাংবাদিক সহ আরো অনেকেই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.