|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুষ্টিয়ায় পৌর এলাকার পাঁচ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ফরিদগঞ্জ মিছিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২০
কুষ্টিয়ায় পৌর এলাকার পাঁচ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সারদেশের ন্যায় ফরিদগঞ্জে ও রবিবার বিকালে সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান এম পি মহোদয়ের নির্দেশে, উপজেলা যুব লীগের আহ্বায়ক মোঃ আবু সুফিয়ানের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুব লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।সমাবেশ থেকে বলা হয়, যারা জাতীয় চেতনায় আঘাত করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হউক।
বক্তারা আরো বলেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ,যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি,বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করতে পারেনি,তারাই এই ধরনের ধৃষ্টতা দেখিয়েছে।নেতৃবৃন্দ তাদেরকে হুশিয়ারি উচ্চারন করে বলেন ভবিষৎে এইধরনের ঘটনা ঘটলে আওয়ামীলীগ তাদেরকে কঠোর হস্তে দমন করবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.