মিরসরাই ( চট্রগ্রাম ) প্রতিনিধিঃ
১৯৭১ সালের এই মাসে মিরসরাই উপজেলা পাক হানাদার মুক্ত হয়।এই উপলক্ষে ৮ই ডিসেম্বর রোজ মঙ্গলবার হানাদার মুক্ত দিবস ও বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুর এর প্রতিবাদে উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই উপজেলা শাখার উদ্ধের্গে মুক্তিযোদ্ধা সংসদ এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান’রা “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার”এই স্লোগানকে সামনে রেখে” বিক্ষেুাভ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল বলেন, “একাত্তরে এই মৌলবাদী অপশক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে, এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আবার সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে এখন মুক্তিযুদ্ধের সন্তানেরা দাঁতভাঙ্গা দিবে।”
এই সময় বিক্ষেুাভ, র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল, উপজেলা কমান্ডার কবির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঞা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুম, সাধারন সম্পাদক আবু জাফর, বীরমুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল হাশিম, সহকারী কমান্ডার ফজলুল করীম, মোতালেব ভূঁইয়া, নজরুল ইসলাম, এম এম কামাল পাশা, মাষ্টার আবুল কালাম, চেয়ারমৗান রেজাউল করিম চৌধুরী হুয়ামুন সহ প্রমুখ।