|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঝালকাঠি পাক হানাদারমুক্ত দিবস পালন ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ ডিসেম্বর, ২০২০
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পাক হানাদারমুক্ত দিবস পালন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের সভাপতি আসিফ সিকদার মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জোমাদ্দার ।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এজিএম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ খান মোহাম্মদ আলমগীর, সাংবাদিক কল্যাণ সম্পাদক একেএম মঞ্জুরুল হক, তথ্য ও প্রচার সম্পাদক মো: আজগর আলী মল্লিক, আইটি সম্পাদক মো: ইমাম হোসেন বিমান, সদস্য মো: নজরুল ইসলাম লিটু, সিহাব উদ্দিন মো: রিয়াজ, সুমন সমাদ্দার প্রমুখ।
এছাড়াও ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু এবং স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি মো: নজরুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক জামাল খানসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ খান অশ্রু।
সভায় বীর মুক্তিযোদ্ধা মো: নুর হোসেন জমাদ্দারকে সম্মাননা ক্রেস্ট এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিকদারের সহধর্মণী আনোয়ারা বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করলে তাঁর পক্ষে শহীদের সন্তান আসিফ সিকদার মানিক ক্রেষ্ট গ্রহন করেন।
সভায় বীর মুক্তিযোদ্ধা মো: নুর মোহাম্মদ জমাদ্দার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরে সংক্ষিপ্তভাবে মুক্তিযুেদ্ধর স্মৃতিচারণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.