মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :
" দীর্ঘজীবী বাংলাদেশ-ভারত বন্ধুত্ব '’ - এই শ্লোগানকে সামনে রেখে মিত্র বাহিনী দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী ও ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার মানববন্ধন।
৬ ডিসেম্বর, ২০২০ রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদশ সচেতন নাগরিক কমিটি-জেলা শাখার আহবায়ক সাবেক সংসদ সদস্য, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক সরকার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির-জেলা শাখার সদস্য-সচিব রতন সিং।
বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সৈকত পাল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাংবাদিক আবুল কাসেম, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির-জেলা শাখার সদস্য আল মামুন বিপ্লব, নাটালিয়ান মারান্ডি, মল্লিকা রাণী দাস, রাবেয়া খাতুন রানু প্রমুখ।
মানববন্ধনের বক্তারা বলেন - বাঙালির ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা একাত্তরের মুক্তিযুদ্ধ এবং শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আর এ স্বাধীনতার মহানায়ক হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে পাকিস্তানী প্রেতাত্মা ধর্ম ব্যবসায়ী স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রের স্থপতির ভাস্কর্য ভাঙ্গার দুঃসাহসে স্তম্ভিত সবাই। এ শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা নয়, বাঙালি জাতিসত্তা এবং হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধুলায় মিশিয়ে দেওয়ার অপচেষ্টা।
দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে যারা অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এ সকল অপশক্তিকে কঠোর হস্তে দমন করার আহবান জানান বক্তারা।