|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে নৌকা চায় ১২ জন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর, ২০২০
হাজীগঞ্জ পৌর সভা নির্বাচনে ১২ জন চাইলেন নৌকা প্রতিক। শনিবার বিকালে হাজীগঞ্জ বাজারের স্টেশন রোড সংলগ্ন সবুজ সংঘে পৌর আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভার সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আ. স. ম মাহবুব-উল-আলম লিপন। সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরুর উপস্থাপনায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে পৌর নির্বাচনে পৌর মেয়র পদের তালিকা করা হয়। ওইসময় প্রস্তাব ও সমর্থন ছাড়াই ৫ প্রার্থী পৌর মেয়র পদে নৌকা প্রতীক চেয়েছেন।
হাজীগঞ্জ পৌর সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু বর্ধিত সভা শেষে দৈনিক বাংলার অধিকার কে জানান, প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে পৌর নির্বাচনে পৌর মেয়র পদ প্রত্যাশীরা হলেন, বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল- আলম লিপন, সৈয়দ আহাম্মদ খসরু, অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, রোটা. আহসান হাবিব অরুন, গোলাম ফারুক মুরাদ, খালেদুর রব মিঠু, হায়দার পারভেজ সুজন।
অপরদিকে নিজে নিজেই প্রার্থী ঘোষণা দিয়েছেন ফেরদৌসী আক্তার, আলী আশরাফ, শিউলী আক্তার, জাকির হোসেন মোহন ও অধ্যাপক মো. সেলিম।
বর্ধিতসভায় টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন সাংসদ মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে সবাই নৌকার পক্ষে কাজ করতে হবে।
এ সময় হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো. হেলাল উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিনসহ উপজেলা আওয়ামীলীগের আমন্ত্রিত নেতৃবৃন্দ এবং হাজীগঞ্জ পৌরসভার ১২ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন বলেন, বর্ধিত সভার বিবরণী সাংগঠনিক নিয়মে উর্ধ্বতন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কাছে শিগগির প্রেরণ করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.