তানজিল সরকারঃ কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
নরসিংদী জেলার মাধবদী থানার হোসাইন আহাম্মেদের(২৭) বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন অভিযোগ করেছেন তার স্ত্রী শেফালী বেগম(২৫)।
শেফালী বেগম(২৫)বাবার বাড়ি অবস্থা ভালো না গরীব পরিবারের মেয়ে জেনে শুনেই বিয়ে করেছেন তার স্বামী।
৪রে ডিসেম্বর , মঙ্গলবার সন্ধায় "বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)" এর ভৈরব দূর্জয় মোড় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নরসিংদী জেলার মাধবদী থানার হোসাইন আহাম্মেদ এর বিরুদ্ধে অভিযোগ করেন তার নির্যাতিতা স্ত্রী শেফালী বেগম ।
সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে জানান, বিগত বিয়ের ১মাস পর বাড়িতে উঠিয়ে নেওয়ার কথা বলে ইসলামের শরিয়ত মোতাবেক রেজিঃকৃত কাবিনমূলে পারিবারিকভাবে হোসাইন আহাম্মেদ সাথে ৫ লাক্ষ টাকা দেরমহর ধার্য করে বিবাহ সমপূর্ণ করে। তার পরে থেকে স্বামী তাকে ৩ লাখ টাকা যৌতুক দাবী করেন। শেফালী বেগমের মা তার মেয়ের জামাই কে বলে আমাদের এত টাকা দেওয়ার আমাদের সার্মথ্য নেই। তাতে হোসাইন আহাম্মেদ মানতে রাজি হয় নি। এ থেকে একপর্যায়ে তার স্ত্রী শেফালী কে মানসিক ভাবে নির্যাতন ও মারধর করে বলে জানান। এমনকি তার ভরনপোষণ কোনো দায়িত্ব পালন করেন নি কখনো।
একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে তিনি নিজে তার স্বামীর বাড়িতে যায়। হোসাইন আহাম্মেদ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর তিনি কোর্টে যৌতুক ও দেরমহর পৃথক দুটি আলাদা আলাদা মামলা দায়ের করে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব উপজেলা শাখায় সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের উপরোক্ত কথা গুলি জানান ভূক্তভোগী সেফালী বেগম।
এবং তিনি (এন পি এস) মানবাধিকার সংস্থায় একটি মামলা দায়ের করে।
তিনি সরকার কাছে বিচার চায়।