|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দল চাইলে নৌকার মাঝি হবো, নইলে নৌকার সাথী হবো মেয়র এম মোস্তফা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর, ২০২০
আসন্ন ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে দলীয় ফোরামে ভোটের আগেই ভোট হয়ে গেছে। তিন জনের একটি প্যানেল তৈরী করে কেন্দ্রে পাঠানো হয়েছে। প্যানেলের প্রার্থীরা হলেন, ছাগলনাইয়া পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি এম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ফেনী জেলা আসাফো সভাপতি নিজাম উদ্দিন মজুমদার এবং সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার। কে হচ্ছেন নৌকার মাঝি ? এই নিয়ে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম সহ জনমনে চলছে নানা জল্পনা-কল্পনা। দলীয় একটি সূত্র জানায়, দলীয় ফোরামের ভোটে প্রথম হয়েছেন ছাগলনাইয়া পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি এম মোস্তফা। নেতা-কর্মীদের ধারনা পুনরায় দলীয় মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন এম মোস্তফা। এ ব্যাপারে দৈনিক বাংলার অধিকারকে মেয়র এম মোস্তফা বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। সারা জীবন আওয়ামীলীগের কর্মী হিসেবে কাজ করে আসছি। দল চাইলে নৌকার মাঝি হবো, নইলে নৌকার সাথী হবো। দল যাকে নৌকা প্রতীক দিবে তার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। ফেনী জেলার আওয়ামী পরিবারের অভিভাবক আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের নির্দেশনায় “উন্নয়নের গনতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ করেছি। বাকী অসমাপ্ত কাজগুলিও করে যেতে চাই।
পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র এম মোস্তফা বলেন, আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। আমার ভূলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা উন্নয়নের লক্ষ্যে আমার পাশে থাকুন। শহরকে সুন্দর রাখার লক্ষ্যে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলুন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.