|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় বিএনপি’র সদস্য সংগ্রহ বিষয়ক পর্যালোচনা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর, ২০২০
ছাগলনাইয়া উপজেলা শাখার আওয়াতায় ছাগলনাইয়া পৌরসভাধীন ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ বিষয়ক পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (৪ ডিসেম্বর) বাদ মাগরিব হিছাছরা মুনলাইট কমিউনিটি সেন্টারে সদস্য সংগ্রহ পর্যালোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রনেতা মোঃ ইব্রাহিম খলিল বাবলুর সঞ্চালনায় ও ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক সৈয়দ আবদুল হাদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও অত্র ওয়ার্ডের সদস্য সংগ্রহ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক মোঃ এনামুল হক শাহীন। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মজুমদার বাবলু।
প্রধান অতিথি পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক মোঃ এনামুল হক শাহীন বলেন, ২০১৭ সালে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিল। সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করে বিএনপিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে ৩নং ওয়ার্ডে সদস্য সংগ্রহের পর্যালোচনা করে তথ্য সংগ্রহ করতে দায়িত্ব দিয়েছে আমাকে। তিনি আরো বলেন, আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে সব স্তরে সদস্য সংখ্যা কত তা স্থায়ীভাবে চিহ্নিত করার জন্য কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, এ কর্মসূচি ২০১৭ সালের হলেও বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতার কারণে তখন আমাদের এ কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি, তাই সদস্য সংগ্রহের কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন বাহার, সাধারণ সম্পাদক মির্জা আনোয়ার, পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা সামছুল আলম রিপন, ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল আবছার টিটু মহাজন, আলাউদ্দিন সওদাগর।
সদস্য সংগ্রহ পর্যালোচনা অনুষ্ঠানে এতে আরো উপস্থিত ছিল ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন মজুমদার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি একেএম আনিসুজ্জামান মজুমদার খোকন, পৌর ছাত্রদল নেতা ফয়সাল সহ ওয়ার্ড বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.