|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুবিতে শিক্ষকদের নির্বাচনে দুইটি নির্বাচন কমিশন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর, ২০২০
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনের কমিশন গঠন হওয়ার তিন দিন পর পাল্টা নির্বাচন কমিশন গঠন করেছে একাংশ। এদিকে গত ৩০ নভেম্বর গঠিত নির্বাচন কমিশনকে একমাত্র বৈধ কমিশন দাবি করে কার্যনির্বাহী পরিষদের ১৫ জনের মধ্যে আটজন স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করেছে শিক্ষক সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটি সকল শর্ত মেনে সাধারণ সভার সকল শিক্ষকের মতামতের ভিত্তিতে ৩০ নভেম্বর নির্বাচন কমিশন গঠন করে। এ বিজ্ঞপ্তিতে তারা ৩ ডিসেম্বরের নির্বাচন কমিশনকে অবৈধ ঘোষণা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.