সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ে বৃষ্টির অশনি সংকেত মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা এই মুহুর্তে না হলেও শীতের অনুভব কাবু করে নিম্ম আয়ের মানুষকে। শীতার্ত মাদ্রাসার এতিম অসহায় ছাত্রছাত্রী ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন "হৃদয়ে ছাগলনাইয়া"। "হৃদয়ে ছাগলনাইয়া" নামক সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রছাত্রী, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উক্ত সংগঠন'র পরিচালকবৃন্দ।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে উক্ত সংগঠনের পরিচালকবৃন্দ বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাফেজ মোঃ সোহারাব হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন, "হৃদয়ে ছাগলনাইয়া" সংগঠনের পরিচালনা কমিটির সদস্য মির্জা এনামুল হক সাগর, হাফেজ পারভেজ, মোঃ ইব্রাহিম, মোঃ কপিল উদ্দিন, কাজী মোঃ ফিরোজ, কাজী সোহেল, মোঃ ইকবাল, মোঃ জসিম উদ্দিন, মোঃ রেজাউল করিম, সমাজসেবী ইসরাফিল মাসুদ, শেখ মোঃ ইসরাফিল দিদার, আবদুল হাকিম দিদার, শাহাদাত হোসেন, আরাফাত হোসেন সহ আরো অনেকে।