|| ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই রমজান, ১৪৪৬ হিজরি
দুই রাজকন্যার গল্প-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০২০
এক দেশে ছিল এক রাজা। আর তার ছিল দুই রাজকন্যা। প্রতিদিন রাজা কাজ শেষে যখন বাসায় আসে, রাজকন্যা দুটি বাবাকে জড়িয়ে ধরে আদর করে।
হঠাৎ একদিন রাজা কাজ শেষ করে এসে যখন বাসার নিচে আসলো, তখন যেন সবকিছু যেন থেমে গেল।
হঠাৎ ছোট রাজকন্যা এসে বাবার মুখখানা জড়িয়ে ধরে বলল, বাবা তুমি কথা বলছো না কেন?
আশেপাশে থাকা প্রজারা বুকফাটা বোবা কান্নায় ভেঙে পড়ল।।
রাজা চলে গেলেন না ফেরার দেশে
এভাবেই শেষ হলো একজন সৎ, নিষ্ঠাবান, প্রতিশ্রুতিশীল পুলিশ অফিসার বাবার গল্প।
শেষ হলো দুই রাজকন্যার গল্প।।
আমরা চাই গল্প টা সবার চোখে পড়ুক
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.