|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জমি নিয়ে সংঘর্ষে গুরুতর আহত ৩-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০২০
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মাছির বাজার আদর্শ পাড়ায় মোঃ নুর আলম, মােঃ রুমেল ,মোঃ নুরুজ্জামান,মােঃ উজ্জল,মোঃ শুভ,মােঃ মিঠু,মােঃ আলিফ উফারমারা মাছির বাজার আদর্শপাড়া এলাকায় তাদের সঙ্গ বঙ্গ মিলে আঃ রাজ্জাক, স্ত্রী মােছাঃ মালেকা বেগম ও পুত্রবধূ মোছাঃ রঞ্জিলা বেগমকে হত্যার উদ্দেশ্যে লাঠি, সেটা, লোহার রড়, ধারালাে ছােড়া, ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে,
এতে আঃ রাজ্জাক,স্ত্রী মােছাঃ মালেকা বেগম ও পুত্রবধূ মোছাঃ রঞ্জিলা বেগম গুরুতর আহত হন এমতাবস্থায় এলাকার লোকজন দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন ,
আঃ রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে, এখন তিনি রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
জানা গেছে ওই জমিতে ভুট্টা বীজ রোপন করার সময় আঃ রাজ্জাক স্ত্রী মােছাঃ মালেকা বেগম ও পুত্রবধূ মোছাঃ রঞ্জিলা বেগমের উপর হামলা করে নুর আলমের দলবল।
আঃ রাজ্জাকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে আমরা ঐ জমি চাষাবাদ করে আসছি। কিন্তু নুর আলম ও তাদের সঙ্গীয় সাথীরা আমাদের জমি আমাদের কে ভোগ করতে বাধা প্রদান করে আসছে, আজকে আমাদের ক্ষেতে ভুট্টা বীজ রোপন করার সময় নুর আলম ও তাদের সঙ্গীয় সাথীরা আঃ রাজ্জাক স্ত্রী মােছাঃ মালেকা বেগম ও পুত্রবধূ মোছাঃ রঞ্জিলা বেগমের উপর অতর্কিত হামলা চালায়।
আমরা আঃ রাজ্জাকের পরিবারের সদস্য হিসেবে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.