এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে ২৯তম আন্তর্জাতিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি ও সহায়ক উপকরণ এবং অসুস্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। এতে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল (০৩ডিসেম্বর) বৃহম্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে ২১ লক্ষ ৪০ হাজার ৬শ টাকার চেক বিতরণ হয়েছে।
২০১৯-২০২০ অর্থ বছরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ মন্ত্রনালয়ের সমাজসেবা অধিদপ্তর বরাদ্দকৃত প্রতিবন্ধী, শিক্ষা উপবৃত্তি ও সহায়ক উপকরণ এবং অসুস্থদের মাঝে ১৩৩ জনকে ২১ লক্ষ ৪০ হাজার ৬শ টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে মামুদপুর প্রতিবন্ধী অটিস্ট্যিক প্রাথমিক বিদ্যালয়ে ৮জন শিক্ষার্থীসহ ১৫জনকে হুইল চেয়ার দেওয়া হয়। দৃষ্টি প্রতিবন্ধীকে ৫টি সাদাছড়ি ২টি হেয়ার এ্যাইড।
উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি শিবলী সাদিকের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,বিরামপুর প্রেস ক্লাবের সাধারনসম্পাদকমশিহুররহমান,আদিবাসী চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান।উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম জানায়, ক্যানসার,কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থেলাসেমিয়া রোগে আক্রান্ত হওয়া ৬জন কে ৫০ হাজার টাকারে ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।প্রাথমিক স্তুরে ৬৬ জনের মধ্যে ৪৬ জনকে ১৩ হাজার ২শ টাকা ২০ জনকে ৯ হাজার টাকা, মাধ্যমিক স্তুরে ৩৪ জনের মধ্যে ২৯ জনকে ১৪ হাজার ১শ টাকা, ৫জনকে ৯ হাজার ৬শ টাকা। উচ্চমাধ্যমিক স্তুরে ২০জনের মধ্যে ১৮জনকে ১৫ হাজার ৯শ টাকা করে, ২জনকে ১০হাজার ৮শ টাকা। উচ্চতরস্তুরে ১৩ জনের মধ্যে ১২জনকে ২২ হাজার ৮শ টাকা, ১জনকে ১৫ হাজার ১শ টাকা শিক্ষা উপকরণ হিসাবে ১৩৩জন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জনায় জন্মগত থেকেই প্রতিবন্ধী, হিজড়া হয়ে থাকে এদের সমাজে আমরা কেউ অবহেলা করব না। তাদের উচ্চ পর্যায়ে আনার চেষ্টা করব।