|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাট্যজন আলী জাকের ও ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের স্মরণ সভায় মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২০
গত ২ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বিশিষ্ট নাট্যজন আলী জাকের ও ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ কাউন্সিল চিত্ত রন্জন দাসের সভাপতিত্বে স্মরণ সভায় আওয়ামী লীগ নেতা এম এ করিম, মুক্তিযোদ্ধা সংসদ সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, কন্ঠ শিল্পী এস ডি রুবেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরীফ,সংগঠনের রেদোওয়ান খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.