|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া কুহুমা শান্তির বাজারে ইসলামি ব্যাংক’র এজেন্ট উদ্বোধণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২০
ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেডের এজেন্ট ব্যাংকিং ছাগলনাইয়া রাধানগর ইউনিয়নে কুহুমা শান্তির বাজার শাখা আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় হাফেজ সাইফুল ইসলাম'র পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পদযাত্রা আরম্ব হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেড এর এস এ ভি পি ও ছাগলনাইয়া শাখার প্রধান মোহাম্মদ নঈম উদ্দিনের সভাপতিত্বে ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছাগলনাইয়া শাখা সিনিয়র অফিসার এবং এজেন্ট ব্যাংকিং ইনচার্জ শহীদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু আহমদ ভূইয়া, উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির।
প্রধান অতিথির বক্তব্যে রবিউল হক মাহবুব( দৈনিক বাংলার অধিকার ) কে জানান , ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ইসলামী ব্যাংকের কার্যক্রম সহায়ক হবে। তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উদ্বোধণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন আ'লীগ নেতা আব্দুল কাদের ফরাজি, এজেন্ট ব্যাংক'র স্বত্বাধিকারী দীন মোহাম্মদ মজুমদার (মজনু), ফেনী জেলা সাংবাদিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ শেখ কামাল, বাজার কমিটির সদস্য আহমেদ করিম।
উদ্বোধণী অনুষ্ঠান শেষে জিনার হাট ফাজিল মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা জাকারিয়া হোসেন'র পরিচালনায় এজেন্ট ব্যাংক'র সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.