সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনী কৃষি উন্নয়ন প্রকল্পের তত্বাবধানে ছাগলনাইয়া উপজেলা কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার চাষীদের বিনামূল্যে সরকারী সেচ পাম্প বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ২টি ইউনিয়নের ২টি সেচ পাম্প বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ ফাহিম ও এসপিপিও আবদুল করিম কাউসার সহ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ ফাহিম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন। তাই বিনামুল্যে সরকার থেকে ইরি-বোরো চাষের জন্য চাষীদের মাঝে সেচ পাম্প বিতরণ করা হয়। প্রতিটি এলাকার ১০জন গুরুপের মধ্যে একটি করে সেচ পাম্প দেওয়া হচ্ছে। আজ ২ টা দেওয়া হয়েছে, বাকী গুলি পর্য়ায়ক্রমে দেওয়া হবে চাষীদের মাঝে। ওই পাম্প দিয়ে তারা ইরি-বোরো চাষাবাদ করে আয় করবেন। সেচ পাম্পের সাথে ফিতা, পাইপ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।