|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হঠাৎ বৃষ্টির রাতে ____________//পাপিয়া আক্তার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ ডিসেম্বর, ২০২০
একদিন হঠাৎ বৃষ্টি হবে কোন রাতে
তুমি আমি ঘুমে অচেতন -
দমকা হাওয়া আর বৃষ্টির ঝাপটা হিমশীতল
ছোঁয়া জাগাবে উষ্ণতা দেহ মন জুরে।
দুজনার ঘুমন্ত চোখের স্বপ্নীল দৃষ্টি
করবো সঞ্জীবিত।।
নিঃস্বরিত প্রণয় বাতায়নে তোমার চুল গুলো
কপালের উপর উড়বে যখন-
আমার আঙুলের ছোঁয়ায় সরিয়ে
মুগ্ধ আবেশে কানে ফিসফিসিয়ে বলবো
ভালবাসি সখা শুধুই তোমারে।।
দুজন মুগ্ধতায় বিবশ হয়ে হৃদয়ে
ছন্দের অনুরাগে দুষ্টু মিষ্টু খুনসুটিতে
প্রণয়ের চুম্বকীয় আকর্ষনে কম্পমান ঠোঁটে
ভালবাসার জীবন্ত পত্র রচনা করবো।
যেন রজনী গন্ধায় বৃষ্টির জলে স্নিগ্ধতায়
ছোপমাখা লজ্জার আবীরে রাঙা মুখে
বলবো-'যাওওও দুষ্টু........।।
শীতার্ত তুমি পায়ের নীচে কাঁথাটা না পেয়ে
বাতাসে সমুদ্রের অতল ঢেউয়ের দোলায়
উষ্ণতার খোঁজে আশ্রয় নিবে
আমার বুকের মাঝ খানটায়।
যেখানে লাল শাড়ির ভেতর যৌবন খেলা করে
উষ্ণ প্রেমের চুম্বন আপাদমস্তক।।
ভালবাসা হবে দুজনার অনুভূতির
সমস্ত সত্তা জুরে দেহে-দেহে হৃদয়ে হৃদয়ে।
প্রতিক্ষনে মিশ্রণ সংযোজন লুটোপুটি
করি আলিঙ্গন মনের লালনে।
তোমার বাহুডোরের ছায়াতলে সহসাই
খুঁজে পাবে প্রাণ চিত্তটান -
তোমার স্পর্শে দুদন্ড শান্তির আরতি।।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.