|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জে আলোকিত শিশু স্কুলে শিক্ষা উপকরণ ও চারা বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ ডিসেম্বর, ২০২০
ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বেদে পল্লির আলোকিত শিশু স্কুলে, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার মালখানগর তালতলা এলাকায় বিদ্যালয় প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করে কল্যাণের অভিযাত্রী সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মিঠুন দাস কাস্ট, প্রধান শিক্ষক ও ইনচার্জ পারভেজ হাসান, কল্যাণের অভিযাত্রী সংগঠনের সদস্য রিমন আহমেদ সিমান্ত, আশরাফুল ইসলাম জয়, রুবাইয়া লিজা, প্রতিষ্ঠাতা ও ভলান্টিয়ার ইমরান জিতু, মেহজামিন ঐশি, আওলাদ হোসেনসহ অনেকে। #
০১-১২-২০২০
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.