|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত মানববন্ধনে – মনোরঞ্জন শীল গোপাল এমপি- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ ডিসেম্বর, ২০২০
মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :
সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য (প্রতিকৃতি) নিয়ে কটুক্তি পূর্ণ বক্তব্য রাখায় মাওলানা মামুনুল হককে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে বঙ্গবন্ধু সৈনিক লীগ-দিনাজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।
১ ডিসেম্বর, ২০২০ মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত বঙ্গবন্ধু সৈনিক লীগ-জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন - যারা জাতির পিতার ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যা দেন তারা জাতির শান্তি বিনষ্ট করতে চায়। এরা জাতির শত্রু। এই জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার ষড়যন্ত্রকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করতে হবে। আর বাংলাদেশে এ পর্যন্ত নির্মিত বঙ্গবন্ধুর মুর্যালের যদি কোন ক্ষতি হয় তাহলে তা সহ্য করা হবেনা বরং শক্তহাতে প্রতিহত করা হবে।
এছাড়াও ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের রতন শর্মা।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, সৈনিক লীগের মো. নজরুল ইসলাম, রতন রায়, হুমায়ুন কবীর, প্রদীপ রায়সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.