|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে ইমাম ও মুয়াজ্জিনকে কল্যাণ ট্রাস্টের চেক প্রদান করলেন- ইউএনও-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০২০
এসএম মাসুদ রানা,বিরামপুর প্রতিনিধি-
আজ (২৯ নভেম্বর) রবিবার বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বিরামপুর শাখার উদ্যোগে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,
জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল লতিফ, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন,প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মশিহুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বিরামপুর শাখার ফিল্ড সুপারভাইজার আবুল বাশার মো.শফিকুর রহমান,মডেল কেয়ারটেকার আনিছুর রহমান,পলিরামপুর গ্রামের মসজিদের ইমাম মাহবুবুর রহমান।
এসময় উপজেলার ১৭ জন ইমাম মুয়াজ্জিনের মাঝে পাঁচ হাজার টাকা প্রণোদনার চেক প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
করোনার এই মহামারীতে এই প্রণোদনার পেয়ে ইমাম মুয়াজ্জিনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপজলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসএম মাসুদ রানা
বিরামপুর দিনাজপুর
মোবাইল নং-০১৭১৮-৬৭৬২৫৩
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.