|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকল শ্রমিক কর্মচারী ও আখ চাষীদের মানববন্ধণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২০
এন এম সরকার, গাইবান্ধা- বাংলাদেশ আখচাষী কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনিকল সহ ৬টি চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিল সহ ৫'দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে আখচাষী এবং চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
শনিবার ২৮'নভেম্বর সকাল ১১'টায় গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক ও উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এমএ মতিন মোল্লা, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, রংপুর সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফটু, ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী, সাধারণ সম্পাদক ধলু সরকার সহ চিনিকলের সাবেক ও বর্তমান শ্রমিক নেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.