|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে ৭২ বছরের বৃদ্ধ’কে ঔষধ ও আর্থিক সহায়তা দিলেন- ওসি মনিরুজ্জামান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২০
দিনাজপুর বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান এর অফিসে আসেন ৭২ বছরের আঃ
জলিল হোসেন নামে এক বৃদ্ধ চাচা। হতদরিদ্র বৃদ্ধ আঃ জলিল চাচা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে টাকার অভাবে ঔষধ কিনতে না পারায় দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তিনি।
ওসি'র মহানুভবতার কথা এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ছুটে চলে আসেন বিরামপুর থানার ওসি'র অফিস কক্ষে হতদরিদ্র বৃদ্ধ আঃ জলিল। ওসি মমনিরুজ্জামান কে জানান টাকার অভাবে ঔষধ কিনতে পারছেন না। তাৎক্ষণিকভাবে ওসি প্রয়োজনীয় সকল ঔষধপত্র ও ফলমূল ক্রয় করার কিছু নগদ অর্থ তাকে উপহার হিসেবে প্রদান করেন। একের পর এক ভালো কাজের দারুন ওসি মনিরুজ্জামান বিরামপুরবাসীর মনে স্থান করে নিয়েছেন।
এদিকে বৃদ্ধ আঃ জলিল চাচা এতদিন লোকের মুখে ওসি সাহেবের মহানুভবতার কথা শুনেছিলেন, এবার নিজ চোখে দেখে খুশিতে দুই হাত তুলে প্রাণভরে দোয়া করে ওসি মনিরুজ্জামান এর জন্য এবং হাসিমুখে চলে গেলেন।
এসময় ওসি মনিরুজ্জামান বলেন সমাজের বিত্তশালী ব্যক্তিদের যার যার অবস্থান থেকে এসব হতদরিদ্র, দুস্থ, গরীব ও অসহায় মানুষের সাহায্যার্থে যার যতটুকু সামার্থ সে অনুযায়ী দানের হাত যেন বাড়িয়ে দেয়।
এস এম মাসুদ রানা বিরামপুর দিনাজপুর প্রতিনিধি মোবাইল
নম্বর 01718676253
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.