ডেমরা প্রতিনিধি:
ডেমরায় লাগেজের ব্যাগ থেকে মো. হারুন-অর-রশিদ (৪৫) নামের এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। বুধবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে বাঁশেরপুল ডিএনডি খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে মৃতের গায়ে উল্লেখযোগ্য আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। তার পরনে ছিল কালো পেন্ট ও লাল সাদা কালো চেক গেঞ্জি। হারুন-অর-রশিদ ঝালকাঠির নলছিটি থানার মাদারগুনা গ্রামের মৃত সইজউদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ ঢাকার শ্যামপুর জুরাইন খন্দকার রোড এলাকায় বসবাস করতেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে এ বিষয়ে ডেমরা থানার এসআই নাজমুল বলেন, বুধবার রাতে খবর পেয়ে মৃতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে এ হত্যাকান্ডের আসল রহস্য জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাতের যে কোন সময় খুনিরা লাগেজের ব্যাগের ভিতরে ভরে মৃতের লাশ ডিএনডি খালে ফেলে গেছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, এ হত্যাকান্ডের বিষয়ে ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।