|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জনস্বার্থে বাংলাদেশ পুলিশ আইজিপি ড: বেনজির আহমেদ এর বার্তা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২০
( CRPC ACT.54 ব্যাতিত)
বিনা ওয়ারেন্টে অথবা নোটিস না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারবে না।
গ্রেফতারের সময় গ্রেফতারের কারন,গ্রেফতারকারী অফিসারের নাম,গ্রেফতারের সময় ও স্থান সম্পর্কিত একটি মেমো আপনাকে অথবা আপনার পরিবারকে পুলিশ দিতে বাধ্য।
এটা অবস্যই চেয়ে নিতে হবে, মামলার ক্ষেত্রে এটা গুরুত্বপুর্ন।
গ্রেফতার করার সময় ২৪ ঘন্টার মধ্যে আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে।
কোর্ট ছুটি থাকলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আবাসিকে হাজির করতে হবে।
এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া অতিরিক্ত একদিনও আপনাকে আটক রাখতে পারবে না। মহিলা পুলিশ ছাড়া কোনো ভাবেই,কোনো মহিলাকে তল্লাশী বা গ্রেফতার করতে পারবে না।
আইন অনুযায়ী পুলিশ লকআপে,আপনাকে শারিরীক বা মানুষীক কোনো প্রকার অত্যাচার বা নির্যাতন করতে পারবে না।
আদেশ ক্রমে বাংলাদেশ পুলিশ-
আইজিপি
ড: বেনজির আহমেদ
সংগ্রহ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.