“ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” শ্লোগানে বেতন বৈষম্য নিরসনের দাবিতে, মুন্সীগঞ্জে কর্ম বিরতি আজ থেকে পালন করছে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশন। এ দাবিতে একাত্বতা ঘোষনা করেছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও হেলথ্ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশন। সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের ৬ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে সকাল থেকেই কর্ম বিরতি শুরু করেছে তারা। বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশন সিরাজদিখান শাখার আয়োজনে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্ম বিরতি পালন কালে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি। আমাদের কোন মর্যাদা দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দাবী আমাদের টেকনিক্যাল মর্যাদা দেওয়া হোক। এ সময় তারা আরো জানান, আমাদের স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ তম ও স্বাস্থ্য পরিদর্শকদের ১১ তম গ্রেডের দাবীতে কর্ম বিরতি পালন করা হচ্ছে। আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশনের সিরাজদিখান শাখার সভাপতি মো. জহির উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক শ্যামল পৈত, উপজেলা দাবী আদায় সমন্বয় কমিটির আহবায়ক মো. এন. ইসলাম তালুকদার, যুগ্ন আহবায়ক আইরিন পারভীন, যুগ্ন আহবায়ক মাহবুবার রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।