|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গাইবান্ধা পলাশবাড়ীর খাদ্য গুদামে ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২০
[video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2020/11/received_212104377019928.mp4"][/video]
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য বিভাগ, পলাশবাড়ী, গাইবান্ধার আয়োজনে ২৬'অক্টোবর বৃহস্পতিবার পলাশবাড়ী সরকারি খাদ্য গুদামে চলতি অর্থ বছরের অভ্যন্তরীণ রোপা আমন ধান ও চাল ক্রয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সরকারিভাবে ১ম দফায় ৬৪৪'মেঃ টন আমন ধান এবং ১১৬৯'মেঃ টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ পূর্বক বরাদ্দ পাওয়া গেছে। এ উপলক্ষে ২৫'অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে লটারীর মাধ্যমে ৬৪৪'জন কৃষককে নির্বাচিত করা হয়। লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকরাই ১.০০'মেঃ টন করে ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করবে।
সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬'টাকা, সিদ্ধ চাল ৩৭'টাকা কেজি ও আতপ চাল ৩৬'টাকা কেজি দরে ক্রয় করা হবে। উপজেলার ৯৫'জন মিলার ১১৬৯'মেঃ টন সিদ্ধ চাল, ২৫'মেঃ টন আতপ চাল সরবরাহ করবে।
ধান ও চাল ক্রয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুব হোসেন, উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ কাদের বকশী, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রধান পাপুল, মিল মালিক মনিরুজ্জামান ফুল মিয়া ও দীলিপ চন্দ্র সাহা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.