|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গাইবান্ধা জেলা বারের সকল অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২০
গাইবান্ধা জেলা বারের নির্বাচনের দাবীসহ অর্থ আত্নসাত, অবৈধ কমিটি বাতিল ও সকল অনিয়মের বিরুদ্ধে আইনজীবিদের সোচ্চার হতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা বার এসোসিয়েশন সাধারণ আইনজীবী পরিষদ'র আয়োজনে ২৬'নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলা বার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বারের সাবেক সহ-সভাপতি অ্যাড:নিরঞ্জন কুমার ঘোষ,অ্যাড: আশরাফ আলী, সিদ্দিক হোসেন সেলিম, সিরাজুল ইসলাম বাবু,জাহাঙ্গীর হোসেন,সরোয়ার হোসেন বাবুল, মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৬'সালের ৩০'নভেম্বর গঠনতন্ত্র মোতাবেক মেয়াদ শেষ হলেও নির্বাচন না করে প্রায় চার বছর ধরে তারা পদ ধরে রেখেছেন। মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে অনতিবিলম্বে নির্বাচনের দাবি জানান, অন্যথায় অবাঞ্চিত ঘোষণা করা হবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দাবী জানান।
আইনজীবী সুপার মার্কেটের অধিগ্রহণ বাবদ প্রাপ্ত অর্থ সমূহ আইনজীবিদের কল্যাণে সুষ্ঠু ব্যাবহার নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে গাইবান্ধা জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাড:সিরাজুল ইসলাম বাবু জানান,আগামী তিন দিনের মধ্যে নির্বাচন দেয়ার জন্য আল্টিমেটাম দিয়েছি, তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন না দিলে পরবর্তীতে আগামী দিনে কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.