|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পলাশবাড়ীতে বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২০
গাইবান্ধা পুলিশ সুপার'র নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান মাসুদ'র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) হাসিবুর রহমান হাসিব'র নেতৃত্বে পলাশবাড়ী থানার একটি চৌকস টিম ৩৬'বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
২৫'নভেম্বর রাত ১২টা ৩০'ঘটিকার সময় পলাশবাড়ী থানাধীন ১নং কিশোরগাড়ী ইউপির অন্তর্গত দীঘলকান্দি মৌজাস্থ বেলেরঘাট নামক বাজারের জনৈক কনক মিয়ার চায়ের দোকানের সামনে পলাশবাড়ী টু সুলতানপুর বাড়ইপাড়া গামী পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ী মোঃ শামীম শেখ (২৪), পিতা- মোঃ নুরুলহক স্থায়ী : গ্রাম- খালিশপুর, থানা- মহেষপুর, ঝিনাইদহ, বর্তমান, গ্রাম- দেওভোগ (নুর মসজিদ) থানা- ফতুল্লা, নারায়নগঞ্জকে জন সম্মুখে আটক করেছে।
পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি পাটের তৈরি বস্তার মধ্যে থাকা চালের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৩৬'বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.