|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২০
মো.মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সোফায়েল হোসেন এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকতা মো: জাহাঙ্গীর আলম (লিটন) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইৎ এর পরিচালক, ড. আলহাজ উদ্দিন আহাম্মেদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির জন্যই এই প্রশিক্ষণ। প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছেন। তিনি এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে এই নির্দেশনা প্রদান করেছেন। তাঁর নির্দেশনার সফল বাস্তবায়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক মো: লুৎফর রহমান, কুমিল্লা আঞ্চালিক অফিসের ভারপ্রাপ্ত অতিরিক্তি পরিচালক, মো. আবুল কালাম আজাদ , চাঁদপুর জেলা উপ-পরিচালক মো: জালাল উদ্দিন আহাম্মেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারক কর্মকতা মো: আব্দুল রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকতা শিবুলাল সাহা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা মো: মানিক হোসেন মজুমদার প্রমুখ। প্রশিক্ষণে ৫টি ব্যাচে মোট ৩০ জন কৃষক কৃষাণী অংশ নিচ্ছে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে মেঘদাইর (সিআইজি) সমবায় সমিতি লিমিটেড এর কৃষকদের মাঝে উপরোক্ত প্রকল্পের (এলএলপি) ১০টি সেচ পাম্প বিনামূল্যে বিতরণ করেন।
ছবি: উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইৎ এর পরিচালক, ড. আলহাজ উদ্দিন আহাম্মেদ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.