|| ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২০
‘মুজিববর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় বিট পুলিশিং নারী নির্যাতন,বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়।
ইউপি সদস্য মামুনুর রশিদের সভাপতিত্বে ও ইউপি সচিব মৃনাল কান্তি পোদ্দারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওসি তদন্ত এম.এ রউফ খান।
বক্তব্য রাখেন, সমাজসেবক খলিলুর রহমান, একে.এম রহুল আমিন রুশদী, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, ইউপি সদস্য সফিউল খান,আব্দুল খালেক,আব্দুল মান্নান ও ইসমাইল হোসেন রতন প্রমুখ। এসময় ইউপি সদস্য ফাতেমা বেগম,লাকী আক্তার,নুরুন্নাহার,উদ্যোক্তা শাহজালাল মিয়া,যুবলীগ নেতা অহিদ রাজা,ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমন, বাজার ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.