|| ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রমজান, ১৪৪৬ হিজরি
করোনায় সংক্রমিত বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস হাসপাতালে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২০
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি, ফোবানা ২০১৯-এর আহ্বায়ক ও কমিউনিটি অ্যাকটিভিস্ট নার্গিস আহমেদ করোনায় সংক্রমিত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
২১ নভেম্বর বিকেলে পারিবারিক সূত্রে জানা গেছে, নার্গিস আহমেদ নিউইয়র্ক প্রেসবিটারিয়ান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।
প্লাজমা থেরাপি দেওয়ার পর তিনি কিছুটা ভালো বোধ করছেন। নার্গিস আহমেদ ছাড়াও পরিবারের আরও সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন।
তবে তাঁরা ভালো আছেন। পরিবারের পক্ষে থেকে তাঁদের সবার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
নিউইয়র্কে আবার নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশিদের মধ্যেও অনেকে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন নিউজার্সির একটি হাসপাতালে ভর্তি আছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.