মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পাইলট প্রকল্পের আওতায় দিনাজপুরে এক মাত্র মডেল ফার্মেসী হিসেবে ফাতেমা ফার্মা’র উদ্বোধন করা হয়। এতে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঔষধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মহা- পরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
মহা-পরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন - বর্তমান সরকার চিকিৎসা সেবার মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। ভুল ঔষধে কোন রুগী হয়রানী না হয় সে জন্য মডেল ফামের্সী’র গুরুত্ব যথেষ্ট রয়েছে।
২৩ নভেম্বর, ২০২০ সোমবার দিনাজপুরে এক মাত্র মডেল ফার্মেসী হিসেবে ঈদগাহ্ আবাসিক এলাকার সড়ক ভবনের সামনে ফাতেমা ফার্মার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক সুলতানুল আরেফিন, ফাতেমা- মইনুদ্দিন ডায়েগোনিষ্ট সেন্টার এর পরিচালক বিশিষ্ট চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী এবং ফাতেমা ফার্মেসীর স্বত্তাধিকারী মোমতাহিনুল ইজদানী সহ অন্যরা।
উল্লেখ্য যে, মডেল ফার্মেসীর মূল উদ্দেশ্য হলো রেজিষ্টার চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রয় করা হবে না এবং কোন এন্টিবাইটিক ব্যবস্থাপত্র ছাড়া বিক্রয় হবে না। চিকিৎসা সেবার মান উন্নয়নে মডেল ফার্মেসী সরকারি ভাবে বিভিন্ন সুবিধা পাবে।