|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুভপুর ইউপি চেয়ারম্যান পদে সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশী নতুন মুখ মোশারফ হোসেন খাঁন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২০
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বাকী আছে আরও কয়েক মাস। এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি নির্বাচন কার্যক্রম। তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। উপজেলার ১টি পৌরসভা সহ ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীরা এখন প্রত্যক্ষ পরোক্ষ মাঠ চষে বেড়াচ্ছেন।
ছাগলনাইয়া উপজেলার ৯নং শুভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার ভোটারদের কাছে এবার নতুন একটি জনপ্রিয় হয়ে উঠেছে তরুন ব্যবসায়ী ও সমাজসেবক মোশারফ হোসেন খাঁন। তিনি ৯নং শুভপুর ইউনিয়নস্থ দক্ষিণ কুহুমা গ্রামের মৃত হাজী করিম উল্যাহ'র সুযোগ্য সন্তান। ছাত্র জীবন থেকে জাতির জনক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র হাতে গড়া শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী দক্ষিন এশিয়ার বৃহত্তম সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন। সেই থেকে যুবলীগের রাজনীতি। তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন ।
এরই মধ্যে নির্বাচন নিয়ে ৯নং শুভপুরের প্রত্যন্ত অঞ্চলে চা দোকান থেকে শুরু করে প্রতিটি অলি-গলিতে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। চলছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ছবিসহ ‘দোয়া প্রার্থী’ লেখা পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে জোরেশোরে।
এলাকাবাসীরা বলেন, তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মোশারফ হোসেন খাঁন একজন সাহসী স্পষ্টবাদী ও অন্যায়ের প্রতিবাদী এবং পরোপকারী। তারমতো মিষ্টভাষী, সৎ ও ন্যায় পরায়ণ একজন ব্যক্তিকে ৯নং শুভপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে বড় প্রয়োজন।
এলাকাবাসী দৈনিক বাংলার অধিকার কে বলেন- তাঁর সমাজসেবা উন্নয়নমুলক কর্মকান্ডের জন্য অত্যন্ত সুনাম কুড়িয়েছেন। উপজেলা সহ ও শুভপুর ইউনিয়নে তার সুখ্যাতি রয়েছে। তরুন ব্যবসায়ী ও সমাজসেবক মোশারফ হোসেন খাঁনকে যোগ্য ও নির্লোভ একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনে করেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা নতুন চেয়ারম্যান হিসাবে মোশারফ হোসেন খাঁনকে দেখতে চাই এবং ভোট দিয়ে জয়ের মালা পরাবে বলে জানান।
এক প্রতিক্রিয়ায় মোশারফ হোসেন খাঁন দৈনিক বাংলার অধিকারকে আর জানান যে- বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত গোপনে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ফেনী ২ আসনের সাংসদ ও জেলা আ'লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারী ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী যদি দলীয়ভাবে আমাকে মনোনীত করেন তাহলে আগামী নির্বাচনে এই শুভপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হবেন বলে মত প্রকাশ করেন।এ সময় তিনি আরো বলেন, নির্বাচিত হলে শুভপুর ইউনিয়ন থেকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। আমি “ক্রীড়া মুখি তরুণ চাই, মাদক মুক্ত সমাজ চাই” আমি যুবকদের উন্নয়নে কাজ করতে চাই এবং এলাকায় আগামীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, এলাকার মানুষের পাশে থেকে উপজেলার মধ্য অত্র ইউনিয়নকে একটি আধুুুনিক মডেল ইউনিয়ন বাস্তবায়নে কাজ করার অঙ্গিকার করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.