|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
রুছিয়া খাতুনের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যানের শোক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২০
জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদক, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য জসীম উদ্দীনের মা কাজি রুছিয়া খাতুনের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ‘মরহুমা কাজি রুছিয়া খাতুন ছিলেন একজন মানব দরদী নারী। তিনি অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সমাজ সেবায় তাঁর অবদান অক্ষয় হয়ে থাকবে। ’
এদিকে, কাজি রুছিয়া খাতুনের মৃত্যুতে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এছাড়া, কাজি রুছিয়া খাতুনের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মূলধারার রাজনীতিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ সালাম, সিনিয়র সাংবাদিক, লেখক ও রাজনীতিক হাকিকুল ইসলাম খোকন, লেখক এবিএম সালেহঊদ্দিন, সাংবাদিক মো . নাসির, সাংবাদিক হেলাল মাহমুদসহ আরও অনেকে।
উল্লেখ্য, কাজি রুছিয়া খাতুন (৯৬) ২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টায় কুমিল্লার হরিপুর নীজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.