|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফাজিলপুর ইউনিয়ন পরিষদে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং দুস্থদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২০
ফেনী সদর উপজেলা ১২ নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদে আজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় করোনাভাইরাস প্রতিরোধক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং দুস্থঃদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
[video width="400" height="230" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2020/11/1055090748229966.mp4"][/video]
করোনাভাইরাস দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ রোধে এই সব সুরক্ষা সামগ্রী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতের মাধ্যমে প্রদান করা হয়।
অনুষ্ঠানে ১২ নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলা উদ্দিন গঠনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুল হক রিপন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, স্থানীয় সরকার উপ-পরিচালক ড. মোহাম্মদ মন্জুরুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, ফুলগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবাই মাক্স ব্যবহার করা, আমি সেই লক্ষ্য আমার ইউনিয়ন (ফাজিলপুর) বাসী জন্য ৫০ হাজার মাক্স বিতরণ করলাম।
দুইজন দুস্থ্য মহিলাকে সেলাই মেশিন ও একজন অসহায় প্রতিবন্ধী কে হুইল চেয়ার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.