|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে নবদ্বীপ ধামের জীবনকৃষ্ণ গোস্বামীর প্রথম প্রয়াণ দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২০
আর্ন্তজাতিক শ্রী শ্রী বলদেব সংঘ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রভুপাদ শ্রীমৎ জীবনকৃষ্ণ গোস্বামীর প্রথম প্রয়াণ দিবস পালিত হয়েছে। উপজেলা সদরস্থ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ায় শনিবার সকালে আরাধনা , বাল্যভোগ, গুরুপূজা, গীতাপাঠ এবং মধাহ্নে ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। এসময় প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেন। রাতে দাসপাড়াস্থ রাধাগোবিন্দ মন্দিরের সামনে শ্রীমদভাগবত গীতা পাঠ শেষে মহাপ্রসাদের আয়োজন করা হয়।
বলদেব সংঘ ফরিদগঞ্জ শাখার সভাপতি দিলীপ কুমার দাস ও সাধারণ সম্পাদক লিটন কুমার দাস জানান, গত বছর এই তিথিতে ভারতের নবদ্বীপ ধামে প্রভুপাদ শ্রীমৎ জীবনকৃষ্ণ গোস্বামী দেহত্যাগ করেন। সেই প্রয়াণ দিবস উপলক্ষে ফরিদগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এবং ভারতের নবদ্বীপে তাঁর শিষ্যরা নানান অনুষ্ঠানের আয়োজন করেন। ফরিদগঞ্জ উপজেলা সদর ছাড়া ও আষ্টা মহামায়া মন্দিরেও একই ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। #
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.