|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া ৯ নং শুভপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড জয়চাঁদপুর গ্রামের এক অসহায় নির্যাতিত -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২০
[video width="400" height="230" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2020/11/115448723596999.mp4"][/video]
ছাগলনাইয়া ৯ নং শুভপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড জয়চাঁদপুর গ্রামের এক অসহায় নির্যাতিত নারী বিবি আয়েশা আক্তার হাসিনা তাঁর জুয়াড়ি স্বামী আনোয়ার হোসেন (সাহাবউদ্দিন) ও সতিন বিবি রহিমা আক্তার মুন্নির বিরুদ্ধে পল্লী আদালতে অভিযোগ দিলেও মিলছেনা কোন সুরাহা। ইউনিয়নের ইউপি সদস্য পলাশ মেম্বার ও চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম'র উপস্থিত বৈঠকে ৫ বার শালিশ হলেও কোন সুরাহা না হওয়ায় নির্যাতিত নারী হাসিনা পল্লী আদালতের শরণাপন্ন হন। সেখানেও আনোয়ার হোসেন (সাহাবউদ্দিন) ও মুন্নি পল্লী আদালতকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে করছে অনৈতিক কাজ। আর এই দিকে নির্যাতনের স্বীকার এবং ৬ লাখ টাকা ঋনের বোঝা নিয়ে নির্যাতিত নারী হাসিনা এখন দিশেহারা!! স্বামী ও সতিনের কাছ থেকে বাঁচতে সংশ্লিষ্ট প্রসাশন'র নিকট সুদৃষ্টি কামনা করে DBO TV এর মুখোমুখি ভুক্তভোগী বিবি আয়েশা আক্তার হাসিনা ও তার ছেলে আবুল কাশেম। বিস্তারিত ভিডিওতে দেখুন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.