|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
বিরামপুর শ্রমিক ইউনিয়নে সভাপতি মমতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২০
দিনাজপুরের বিরামপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পাইলট স্কুলে ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সুষ্ঠভাবে ভোট গ্রহণ চলে। বিরামপুর শ্রমিক ইউনিয়নের আয়োজনে আজ (২০নভেম্বর) শুক্রবার বিরামপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন প্রধান কমিশনার মাসুদুর রহমানের নেতৃত্বে নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা সম্পূর্ণ হয়েছে।
নির্বাচন কমিশনার মাসুদুর রহমান জানায়, মোট ভোটার সংখ্যা ৩৮৮, কাস্ট হয়েছে ৩৪৮,বাতিল হয়েছে ৯টি ভোট।
মমতাজ উদ্দিন আনারস প্রতীকে ১৪৮ ভোটে,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ফুটবল প্রতীকে ২৩৫ ভোটে, সহ:সাধারণ সম্পাদক শাহাজান আলী বাদশা ওরফে খোকন ২৩৩ ভোটে ও সাংগঠনিক সম্পাদক পদে রতন হোসেন ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং বিনা প্রতিদ্বন্ডিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহঃসভাপতি মুশফিকুর রহমান,কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক ফজলুর রহমান ও কার্য নির্বাহী রাজু আহম্মেদ।
প্রধান নির্বাচন কমিশনার মাসুদুর রহমান জানান নির্মাণ শ্রমিক ইউনিয়ন ভোটের মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন এতে করে কোন রকমের বিজয়ী মিছিল বা কোন আনন্দ র্যালী, সভা-সেমিনার করা যাবে না।
এস এম মাসুদ রানা
বিরামপুর দিনাজপুর মোবাইল নম্বর 01718676253
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.