|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা করলেন- ইউএনও-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২০
নয়ন হাসান বিরামপুর।
আসন্ন শীতে মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী জনগণের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও সচেতনতা বৃদ্ধি করতে দিনাজপুরের বিরামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
আজ (২০নভেম্বর) শুক্রবার বিকেল ৪টায় পৌর শহরের ৬নং ওয়ার্ডে মাহমুদপুর (শান্তিমোড়) এলাকায় মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি অমান্য করে বাহিরে চলাফেরা করায় ১৫ জন ব্যক্তিকে ২ হাজার ৮ শত টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার। বিরামপুর থানা পুলিশ এই অভিযানে সহায়তা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন মহামারি করোনা ভাইরাসের ২য় ধাপ থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসন সদা তৎপর। তিনি আরো বলেন বিরামপুর উপজেলায় জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে। এছাড়া ও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পরামর্শ ও দেন তিনি।
এসময় কিছু মাস্ক ও বিতরণ করেন।
এদিকে উপজেলা প্রশাসনের এই অভিযানে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.