|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
রাজশাহীতে নারী পাচারের প্রতারক চক্রের ২ জন সদস্য আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২০
রাজশাহীতে নারী পাচারের সংঘবদ্ধ প্রতারক রাজশাহীর একটি গোয়েন্দা সংস্থা। ২০ নভেম্ব শুক্রবার, রাজশাহী মহানগরীর তালাইমারী কাজলা ফুলতলা মোড় সংলগ্ন (সাঁকোপাড়া করবস্থান) পদ্মা রক্ষা বাঁধের বাসিন্দা জান্নাতুন নিশি (২১), পিতাঃ মতি (সাবেক পাহারাদার) বাড়িতে পাচারের উদ্দেশ্যে নারীদের নিয়ে গোপন প্রশিক্ষণ ও বিদেশ নিয়ে যাওয়ার মিথ্যা প্রলোভন দিয়ে, কথিত জারা কোম্পানির স্বত্তাধিকারী পরিচয়ে মোঃ মামুন হোসেনের (৩০), এক ঘরোয়া গোপন প্রশিক্ষন দেয়ার সময় মামুন সহ প্রতারক চক্রের ০২ ( দুই) সদস্য কে আটক করা হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম ঘটনাস্থলে পৌঁছে উপ-পরিচালক জনাব মোহাম্মদ সৈয়দ হোসেন মেট্রো শাখা এনএসআই রাজশাহী সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতারকদের আটক করা হয়।
সংঘবদ্ধ প্রতারক চক্রের ০২ ( দুই) সদস্য জান্নাতুন নিশি ও মামুন কে আটক করা হয়।
উক্ত প্রতারক চক্র মেয়েদেরকে পাচারের উদ্দেশ্যে গোপনে ঘরোয়া প্রশিক্ষনের ফাঁদ তৈরি করেছে বলে জানিয়েছে স্হানীয়রা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.